ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় গাঁজা ও স্কাফ সিরাপসহ গ্রেফতার ৩
ইসমাইল নয়ন।।
Published : Friday, 3 September, 2021 at 7:54 PM
ব্রাহ্মণপাড়ায় গাঁজা ও স্কাফ সিরাপসহ গ্রেফতার ৩কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বিভিন্ন এলাকায়  শুক্রবার সকালে পৃথক অভিযান পরিচালনা করে গাঁজা ও স্কাফ সিরাপসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ।

থানাপুলিশ সূত্রে জানা যায়, এসআই সাইফুল ইসলাম ও এএসআই মতিউর রহমান সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার সকালে উপজেলার সদর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে  ০৮ কেজি গাঁজাসহ উপজেলার উত্তর তেঁতাভূমি আনন্দপুর গ্রামের মৃত আঃ লতিফের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম(৪০)কে গ্রেফতার করে।  

অপরদিকে এসআই আনোয়ার হোসেন ও এএসআই মতিউর রহমান সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান পরিচালনা করে উপজেলা সদরের সিএনজি স্ট্যান্ড থেকে ৬ কেজি গাঁজা ও ১০ বোতল স্কাফ সিরাপসহ কুমিল্লা সদরের সাতোরা ( চম্পকনগর) এলাকার শরাফত আলীর ছেলে মাসুদ (৩৪) ও একই এলাকার বারেক মিয়ার ছেলে মেহেদী হাসান প্রকাশ আকাশকে গ্রেফতার করে।ব্রাহ্মণপাড়ায় গাঁজা ও স্কাফ সিরাপসহ গ্রেফতার ৩

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করে বলেন,  আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীগনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।