ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে পেরুল উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সন্মেলন অনুষ্ঠিত
প্রদীপ মজুমদার
Published : Friday, 3 September, 2021 at 9:56 PM
লালমাইয়ে পেরুল উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সন্মেলন অনুষ্ঠিতশেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতাকে ধারণ করে কুমিল্লার লালমাই উপজেলার ৫নং পেরুল উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়।
 শুক্রবার উপজেলার আলীশ্বর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সন্মেলনটি অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক কানিজ ফাতেমার সভাপতিত্বে ও সদর দক্ষিণ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কে এম সিংহ রতন, বিশেষ অতিথি দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনূর আক্তার, ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার মুন্নী, দক্ষিণ জেলা যুব মহিলা লীগের আহবায়ক নাছিমা আক্রার পুতুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লা, আবদুল মালেক মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমর কৃষ্ণ বণিক মানিক।

এসময় আরও উপস্হিত ছিলেন পেরুল উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম মজুমদার,  বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল বাশার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মাষ্টার, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর হোসেন, বাকই উত্তর ইউনিয়নের মহিলা মেম্বার নাছিমা আক্তার,  ফুলনা বেগম, পেরুল উত্তর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার মিনতি রানী সিংহ, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান রাব্বি প্রমুখ।

অনুষ্ঠান শেষে মহিলা মেম্বার বিউটি রানী সিংহ কে সভাপতি ও মমতাজ বেগম কে সাধারণ সম্পাদক করে  কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি করতে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, স্হানীয় চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়।