শোনা গিয়েছিল, ৬ বা ৭ সেপ্টেম্বর বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা হবে। সেটা উড়ো খবর ছিল না। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং অপর নির্বাচক হাবিবুল বাশার সুমনই জানিয়েছিলেন, রোববারের মধ্যে বসে তারা দল চূড়ান্ত করে ফেলবেন।
শনিবার বিকেলে ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছিলেন, রোববার তারা দল চূড়ান্ত করবেন। ৬ বা ৭ সেপ্টেম্বরের মধ্যেই হয়তো দল ঘোষণা হয়ে যাবে।
শুধু দল চূড়ান্ত করার কথাই নয়। দলের গঠনশৈলি কেমন হবে; কজন ব্যাটসম্যান, কজন পেসার, কজন স্পিনার, অলরাউন্ডার ও উইকেটকিপার নেয়া হবে, তারও একটা পূর্ব ধারণা দিয়েছিলেন বাশার।
এদিকে, শনিবার রাতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে বলেছিলেন, ‘সব কিছু ঠিক থাকলে আমরা ৬ সেপ্টেম্বরের ভেতর সব কিছু ঠিক করে ফেলব। আপনারা (মিডিয়া) ৬ তারিখের মধ্যে দল পেতে পারেন।’
সেই কথার সূত্র ধরেই আজ (সোমবার) সকাল থেকেই মিডিয়া হাউজগুলোয় অন্যরকম প্রাণচাঞ্চল্য। কখন হবে দল ঘোষণা? সকাল, দুপুরে নাকি সন্ধ্যায়? খোঁজ নিয়ে মিললো অন্য খবর।
সকাল গড়িয়ে দুপুর নামার আগেই বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানালেন, ‘নাহ, আজ দল ঘোষণার কোনোই সম্ভাবনা নেই।’
যিনি জানিয়েছিলেন ৬ সেপ্টেম্বরের মধ্যে দল পেয়ে যাবেন, সেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কণ্ঠেও অন্য সুর। আজ দুপুরে নান্নু জাগো নিউজকে জানান, ‘আমরা ৫ সেপ্টেম্বরের মধ্যে দল সাজানো আর ক্রিকেটার নির্বাচনের কাজ সেরে ফেলতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। তাই আজ আর দল ঘোষণার সম্ভাবনা নেই। আমরা বোর্ডে দলই জমা দেইনি।’
নান্নুর কথায় পরিষ্কার, গতকাল বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে থেমে গেছে দল সাজানোর কাজ। রোববার আর এটা নিয়ে তেমন কথাবার্তা হয়নি। সরাসরি না বললেও বর্তমান প্রেক্ষাপটে বিশ্বকাপ দল সাজাতে আরও দুই-একদিন লাগবে; এমন আভাস প্রধান নির্বাচকের।
তবে নান্নুর শেষ কথা, ‘৮ সেপ্টেম্বর পরের ম্যাচের দিন মাঠে খেলা দেখতে আসবেন বোর্ড প্রেসিডেন্ট। হয়তো সেদিন মাঠেই বিসিবি সভাপতির অনুমোদন হয়ে যাবে।’