ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নারীরা আফগান সমাজের গুরুত্বপূর্ণ অংশ: তালেবান
Published : Monday, 6 September, 2021 at 5:47 PM
নারীরা আফগান সমাজের গুরুত্বপূর্ণ অংশ: তালেবাননারীদের আফগান সমাজের গুরুত্বপূর্ণ অংশ মনে করে তালেবান। সোমবার কাবুলে এক সংবাদ সম্মেলনে নিজ দলের এমন অবস্থানের কথা জানিয়েছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

এদিনের সংবাদ সম্মেলনে নারীদের প্রতি তালেবানদের মনোভাবের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। উত্তরে জবিউল্লাহ মুজাহিদ বলেন, নারীরা আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। শরিয়া বা ইসলামি আইনের অধীনে তাদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা হবে।

২০২১ সালের ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ লাভের পর থেকেই নারী অধিকার নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন দলটির নেতারা। কাবুল দখলের দিনই দলের আরেক মুখপাত্র সুহাইল শাহিন বলেন, তালেবান নারীদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করবে। হিজাব পরে শিক্ষা ও কাজের সুযোগ থাকবে তাদের।