ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতকে হারিয়ে রেকর্ড গড়তে চায় ইংল্যান্ড
Published : Monday, 6 September, 2021 at 6:01 PM
ভারতকে হারিয়ে রেকর্ড গড়তে চায় ইংল্যান্ডবিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় ইংল্যান্ড।  

রোববার চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ডের তারকা পেসার ক্রিস ওকস বলেন, টার্গেট তাড়া করার জন্য পিচ যথেষ্ট ভালো আছে। আমাদের ওপেনাররা দারুণ ব্যাট করছে। শেষ দিনে আমরা ভালো জায়গা থেকেই শুরু করব। পঞ্চম দিনে এই উইকেটে ২৯১ রান করা কঠিন হলেও জয় তুলে নেওয়া অসম্ভব নয়।

অতীতে ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৩৬২ রান তাড়া করে জয় পায় ইংল্যান্ড। লন্ডনের কিংসটনের ওভালে চলমান টেস্টে নতুন রেকর্ড গড়ে জিততে চায় ইংলিশরা। 

রোববার চতুর্থ দিনের শেষ বিকালে ৩৬৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ৭৭ রান জমা করে ইংল্যান্ড। 

সোমবার শেষ দিনে ব্যাটিংয়ে নেমে ফের ২৩ রানের জুটি গড়তেই বিপদে পড়েন ওপেনার ররি বার্নস। উদ্বোধনীতে হাসিব হামিদের সঙ্গে ১০০ রানের জুটি গড়ে শার্দুল ঠাকুরের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ৫টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন ররি। 

তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা ডেভিড মালানকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন ওপেনার হাসিব হামিদ। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ১১৯ রান। জয় পেতে হলে জো রুটদের আরও ২৪৯ রান করতে হবে। হাতে আছে ৯ উইকেট। তবে পরাজয় এড়াতে হলে সোমবার পুরো তিন সেশন ব্যাটিং করতে হবে জো রুটদের।