ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কিরগিজস্তানের বিপক্ষেও আত্মবিশ্বাসী বাংলাদেশের রাহবার
Published : Monday, 6 September, 2021 at 6:28 PM
কিরগিজস্তানের বিপক্ষেও আত্মবিশ্বাসী বাংলাদেশের রাহবারকিরগিজস্তানে তিনজাতি ফুটবল প্রতিযোগিতায় শুরুটা বাজে ছিল বাংলাদেশের। প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে হেরেছে ২-০ গোলে। এই ম্যাচ দিয়েই আবার অভিষেক হয়েছে কানাডার সেমি-প্রফেশনাল লিগে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার রাহবার ওয়াহেদ খানের। শেষ ১০ মিনিট খেলেই সবার দৃষ্টি কেড়েছেন তিনি।বিশকেকের স্পার্তাক স্টেডিয়ামে প্রথমার্ধে যাও বা একটু ভালো খেলেছিল। কিন্তু প্রথম গোলের পর আর সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। তবে শেষের দিকে রাহবার বদলি হিসেবে নেমে যেভাবে নিজেদের অর্ধে পাস দিয়েছেন, হার ছাপিয়ে সেটাই আলোচনায় জায়গা পাচ্ছে বেশি।এমন অভিষেকের পর আগামীতে আরও ভালো করার প্রত্যয় ফুটে উঠেছে রাহবারের কণ্ঠে। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘জাতীয় দলে প্রথম ম্যাচ। এরকম একটা ম্যাচে কিছুটা চাপ তো থাকবেই। শেষ ১০ মিনিট মাঠে থাকলেও আমার মনে হয় আত্মবিশ্বাসী ছিলাম। যদিও ম্যাচটির ফল ভালো হয়নি। আগামী ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষেও ভালো করতে চাই। এর জন্য দলের সবাই চেষ্টা করছে।’বাংলাদেশের কোচ জেমি ডেও রাহবারের পারফরম্যান্সে ভীষণ খুশি, ‘ও যা খেলেছে তাতে আমি সন্তুষ্ট। অনুশীলনে তাকে টেকনিক্যালি ভালো মনে হয়েছে। মাঠের খেলাতে এটা আরও দেখাতে পারলে ভালো হবে। আমরা আস্তে আস্তে ওদেরকে সুযোগ করে দিচ্ছি।’