কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেঙে ইসরায়েলি কারাগার থেকে পালিয়েছেন ৬ ফিলিস্তিনি বন্দি। গিলবোয়া কারাগারের সুড়ঙ্গ খুঁড়ে রবিবার দিবাগত রাত ৩টার দিকে কারাগার থেকে পালিয়ে যান তারা।
গিলবোয়া কারাগার দখলকৃত পশ্চিম তীরের কাছাকাছি। এই উত্তরাঞ্চলীয় কারাগরের কমান্ডার আরিক ইয়াকভ বলেন, টয়লেটে সুড়ঙ্গ করে পালিয়ে যান। পালিয়ে যাওয়া একজনের নাম জাকারিয়া জুবায়েদী। তিনি পশ্চিম তীরের জেনিন শহরের ফাতাহ আন্দোলনের আল আকসা ব্রিগেডের সাবেক কমান্ডার ছিলেন।
পলানোর খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। পলাতক ৬ ফিলিস্তিনিকে আটক করতে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করছে সেনা ও পুলিশ সদস্যরা।
হাই সিকিউরিটি জেল ভেঙে পালানোকে ‘একটি গুরুতর ঘটনা’ বলছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত।
ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস একে ফিলিস্তিনের বিজয় অ্যাখা দিয়েছে। এক বিবৃতিতে হামাসের মুখপাত্র বলেন, শত্রুরা আমাদের সাহসী যোদ্ধাদের কারাগারে আটকে রেখে পরাজিত করতে পারবে না।