ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন সমাজসেবা কর্মকর্তা
ইসমাইল নয়ন।।
Published : Monday, 6 September, 2021 at 7:32 PM
ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন সমাজসেবা কর্মকর্তা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় গত ১২ বছর যাবৎ পরিচালিত "ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতাল" এর কার্যক্রম সোমবার দুপুরে পরিদর্শন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন দে। উপজেলা সদরের ধান্যদৌল গ্রামে নিজস্ব ভুমিতে দীর্ঘ সময় যাবৎ ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন ব্রাহ্মণপাড়া  উপজেলার চান্দলা গ্রামের কৃতি সন্তান ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আতাউর রহমান জসীম। তিনি বলেন,কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রয়াত ডাঃ যোবায়দা হান্নানের স্বপ্ন ছিল  ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতাল। তিনি আমাদের মাঝে না থাকলেও ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতালের নিজস্ব ভূমিতে চিকিৎসা সেবা পরিচালনা করতে পেরে তার স্বপ্নকে বাস্তবায়িত করায়  মহান রাব্বুল আলামীনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। উল্লেখ্য যোবায়দা হান্নান জীবিত থাকাকালীন উপজেলা সংলগ্ন  জাহাঙ্গীর খান চৌধুরী মার্কেটের একটি কক্ষে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। ধান্যদৌল গ্রামের কৃতি সন্তান প্রবাসী শিক্ষানুরাগী বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী ডায়াবেটিক হাসপাতালের জন্য ধান্যদৌল গ্রামে জায়গা দান করেন। এরপর প্রয়াত আবদুল মতিন খসরু এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় ভবন করে চিকিৎসা সেবা চলে আসছে। বর্তমানে উপজেলার অনেক ডায়াবেটিক রোগী এ হাসপাতাল থেকে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন। হাসপাতাল পরিদর্শন কালে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু ও হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম খোরশেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।