ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টি-মোবাইল ট্রেনিং সেন্টার উদ্বোধন
Published : Tuesday, 7 September, 2021 at 12:00 AM, Update: 07.09.2021 1:07:09 AM
টি-মোবাইল ট্রেনিং সেন্টার উদ্বোধনগতকাল (৬ সেপ্টেম্বর) কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্র কান্দিরপাড়ে অবস্থিত হোসনেয়ারা ম্যানশনের ৪র্থ তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে টি-মোবাইল ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মামনুন হাসান বকুল, সভাপতি  সাত্তার খান কমপ্লেক্স দোকান মালিক সমিতি।
প্রবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যেদিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়, পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের সফলতা কামনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সিপন মিয়া, সহযোগী অধ্যাপক - ব্যবস্থাপনা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা।
প্রধান অতিথি তার বক্তৃতায় মোবাইল সার্ভিসিং ট্রেনিং গ্রহনের মাধ্যমে দক্ষতার মান বাড়িয়ে সততার সাথে নিজেকে তৈরী করার বিষয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব জনাব মোফাজ্জল হায়দার মজুমদার - অধ্যক্ষ, রিলায়েন্স বহুমূখী কলেজ, কুমিল্লা। জনাব সিরাজুল মাওলা সেলিম - এজিএম, জনতা ব্যাংক লিঃ, কুমিল্লা। মুজিবুর রহমান মুকুল - পরিচালক, জেনেটিক পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিল্লা। উপল আহসান - ব্যবস্থাপনা পরিচালক, হালিমা ইলেক্ট্রনিক্স। ফরহাদ উল্লাহ - চেয়ারম্যান, বাংলাদেশ কম্পিউটার সমিতি, কুমিল্লা জেলা শাখা ও জনাব নজরুল আমিন - সত্ত্বাধিকারী, আইটি প্যালেস, কুমিল্লা।
আরো উপস্থিত ছিলেন অনোয়ার ফরহাদ সুমন, সাধারণ সম্পাদক, সাত্তার খান কমপ্লেক্স দোকান মালিক সমিতি। আবদুল্লাহ আল মামুন - সাংগঠনিক সম্পাদক, সাত্তার খান কমপ্লেক্স দোকান মালিক সমিতি। মোঃ শফি উল্লাহ মাসুম- ডিজিএম (সাপ্লাই চেইন) - আমেরিকান এন্ড এফার্ড বাংলাদেশ লিঃ। গোলাম মোস্তফা মিয়াজী - কোঅর্ডিনেটর, কুমিল্লা কমার্স কলেজ। কৌশিক আহাম্মদ- সত্বাধিকারী - ছন্দু হোটেল এন্ড রেস্টুরেন্ট। আব্দুল কাদের তুহিন - সিনিয়র সহ-সভাপতি - বাংলাদেশ মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন, কুমিল্লা জেলা। রানা হাসান- সাংগঠনিক সম্পাদক- বাংলাদেশ মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন, কুমিল্লা জেলা। শওকত আলী খান (বাবু)- সত্বাধিকারী-  কুমিল্লা খেলাঘর। টি-মোবাইল ট্রেনিং সেন্টারের ট্রেড ইনিস্ট্রাক্টর নাছিরুল ইসলাম ও মোবাইল সার্ভিসিং শিখতে আশা শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনার দায়ীত্ব ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক জনাব তৌহিদ উজ জামান।