বেড়েছে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা
Published : Tuesday, 7 September, 2021 at 12:00 AM
দেশে
গত এক দিনে মারা যাওয়া কোভিড রোগীর সংখ্যা কিছুটা কমে এলেও দৈনিক শনাক্ত
রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার
সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সাড়ে ২৬ হাজার নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭১০
জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৬৫ জন কোভিড রোগীর।
নতুন
রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ
১৭ হাজার ১৬৬ ৪৫৬ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬২৮ জনের।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ, যা আগের দিন ৯ দশমিক ৬৬ শতাংশ ছিল।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৪৩০ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছিল, মৃত্যু হয়েছিল ৭০ জনের।
গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ৬৬৭ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের অর্ধেকের বেশি।
যে ৬১ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ১৭ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে।
সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৪ হাজার ১২৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৪ লাখ ৫৫ হাজার ১৮৭ জন সুস্থ হয়ে উঠলেন।
বাংলাদেশে
করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। ডেল্টা
ভ্যারিয়েন্টের বিস্তারে সবচেয়ে বাজে সময়টা পার করে এসে ৩১ অগাস্ট তা ১৫ লাখ
পেরিয়ে যায়। এর আগে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী
শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম
মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ অগাস্ট তা ২৬ হাজার
ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা
মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৫ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২২ কোটি ৬ লাখের বেশি রোগী।
মহামারীর
দেড় বছরে সবচেয়ে বাজে সময়টা বাংলাদেশ পার করেছে এ বছর জুলাই মাসে।
করোনাভাইরাসের ডেল্টা ধরনের দাপটে ওই এক মাসেই ৩ লাখ ৩৬ হাজার রোগী শনাক্ত
হয়, মৃত্যু হয় ৬ হাজার ১৭৬ জনের। গত বছর মার্চে মহামারী শুরুর পর আর কোনো
মাসে এত বেশি আক্রান্ত বা মৃত্যু বাংলাদেশকে দেখতে হয়নি। অগাস্টের শুরু
থেকে সংক্রমণ ও মৃত্যু দুটোই ধীরে ধীরে কমে আসছে। সেপ্টেম্বরে তা আরও কমছে।
স্বাস্থ্য
অধিদপ্তর দেশের কোভিড পরিস্থিতির সাপ্তাহিক যে পরিসংখ্যান দিয়েছে, তাতে গত
এক সপ্তাহে (৩০ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর) দেশে শনাক্ত রোগীর সংখ্যা আগের
সপ্তাহের তুলনায় (২৩ থেকে ২৯ অগাস্ট) ৩৩ দশমিক ৬৭ শতাংশ কমেছে; মৃত্যু
কমেছে ২৫ দশমিক ২৪ শতাংশ।
গত সপ্তাহে মোট ২০ হাজার ৯১৯ জনের মধ্যে
ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল, মৃত্যু হয়েছিল ৫৪৮ জনের। তার আগের সপ্তাহে ৩১
হাজার ৫৩৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মারা গিয়েছিরেন ৭৩৩ জন।
স্বাস্থ্য
অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২৭ হাজার ৫৪৫টি নমুনা
পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯০ লাখ ৯১ হাজার ৬১০টি নমুনা।
এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৬৯ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।
গত
একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৭ এবং চট্টগ্রাম
বিভাগের ১৩ জন বাদে রাজশাহী বিভাগের ৬ জন, খুলনা বিভাগের ১০ জন, বরিশাল
বিভাগের ৩ জন, সিলেট বিভাগের ১০ জন, রংপুর বিভাগের ৪ জন ও ময়মনসিংহ বিভাগের
বাসিন্দা ছিলেন ২ জন।
মৃত ৬৫ জনের মধ্যে ২৭ জনের বয়স ছিল ৬০ বছরের
বেশি, ২৪ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৭ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের
মধ্যে, ৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের
মধ্যে এবং ১ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল।
তাদের মধ্যে ৫৩ জন সরকারি হাসপাতালে এবং ১২ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।