Published : Thursday, 9 September, 2021 at 12:00 AM, Update: 09.09.2021 1:16:29 AM

নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লায় করোনায় সুস্থতার সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ
গত ২৪ ঘন্টায় ১৯১ জন করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়। এনিয়ে জেলায় ৩৩ হাজার
৯০ জন সুস্থ হয়েছেন। এদিকে করোনা সংক্রমণের সংখ্যা কমে গত ২৪ ঘন্টায় জেলায়
নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র ৩৬ জন। তাদের মধ্যে কুমিল্লা সিটি
কর্পোরেশন এলাকায় ১৪ জন। এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫৩৪
জন।
অন্যদিকে গত দুইদিনে চার নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের
মধ্যে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়। এর
আগের দিন মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে দুই নারী মারা যান। বুধবার মারা
যাওয়া ব্যক্তিরা কুমিল্লার বুড়িচং, নাঙ্গলকোট ও দেবিদ্বার উপজেলার
বাসিন্দা। এনিয়ে জেলায় করোনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৯২৭ জন।
বুধবার (৮ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
সূত্রে
আরও জানা যায়, করোনা সংক্রমণের হার কমে গত ২৪ ঘন্টায় ৭ দশমিক ২ শতাংশে
নেমে এসেছে। এদিন করোনায় আক্রান্ত শূণ্য ছিলো জেলার আদর্শ সদর,মনোহরগঞ্জ,
মুরাদনগর, মেঘনা ও হোমনা।