ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বন্ধুর জানাজায় সুধীর বাবু, কান্নার ছবি ভাইরাল
Published : Friday, 10 September, 2021 at 12:00 AM, Update: 10.09.2021 1:09:20 AM
বন্ধুর জানাজায় সুধীর বাবু, কান্নার ছবি ভাইরালশাহীন আলম ||
বন্ধুত্ব অমলিন, এই সম্পর্কে নেই জাত কিংবা ধর্মের ভেদাভেদ। এই সম্পর্ক কতটা অমলিন ও গভীর তার প্রমাণ আমির হোসেন ও সুধীর চন্দ্র দাস। ৭৬ বছর বয়সী বন্ধু আমির হোসেন গত ৭ সেপ্টেম্বর মারা যাওয়ার পর থেকে কান্না যেন থামছে না আরেক বন্ধু সুধীর চন্দ্র দাসের। ভিন্ন ধর্মের হয়েও বন্ধুর জানাজায় পেছনে গিয়ে গাছের তলায় বসে কেঁদেছেন অঝোর ধারায়। সেই ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের চাপচোয়া গ্রামের বাসিন্দা এই আমির হোসেন ও সুধীর চন্দ্র দাস। দীর্ঘ ৭০ বছরের বন্ধুত্ব তাঁদের। তাঁরা দুজনই গুণবতী বাজারের ব্যবসায়ী। গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে বার্ধক্যজনিত রোগে মারা যান সুধীরের দীর্ঘদিনের বন্ধু আমির হোসেন। পরদিন সকালে গুনবতী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের বন্ধুর জানাজায় উপস্থিত হন সুধীর চন্দ্র দাস। জানাজার পিছনে গাছের গোড়ায় বসে বন্ধুর জন্য কাঁদছিলেন তিনি। এমন  একটি ছবি মুহুর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হিন্দু মুসলিমের বন্ধুত্বের ভালোবাসা এমন নজির সারা দেশে আলোচনায় আসেন সুধীর চন্দ্র দাস।
জানাজায় অংশগ্রহণ করতে না পারলেও বন্ধুর প্রতি এমন অকৃত্রিম ভালোবাসা সকলের হৃদয়কে স্পর্শ করে।
সুধীর চন্দ্র দাস জানান-‘গুণবতী প্রাইমারী স্কুলে আমরা একই সাথে পড়ালেখা করেছি। সেই শিশুকাল থেকে বন্ধুত্ব শুরু হয় আজও আছে। আমি হিন্দু, আমীর হোসেন মুসলমান এটা কখনো ভাবিনি। সবার আগে মানুষ হিসেবেই ভেবেছি নিজেদের। আমাদের মধ্যে জীবনে কখনো একমূহুর্তের জন্য ধর্মীয় বিভেদ সৃষ্টি হয়নি। এমনকি মনেও আসেনি। তার এ মৃত্যুকে অমি সহজভাবে মেনে নিতে পারছি না। আমি খুবই কষ্ট পাচ্ছি। এ কষ্ট বলে বোঝানো যাবে না। একদিন কেই কাউকে না দেখলে ব্যকুল হয়ে যেতাম।
তিনি বলেন, ‘অমরা একই সাথে ব্যবসা করেছি। দশ টাকা লাভ হলে পাঁচ টাকা আমি আর পাঁচ টাকা আমীর হোসেন নিয়েছে। কোনো দিন মনোমালিন্য হয়নি। পরে ব্যবসা বড় হওয়ায় যার যার ব্যবসা আলাদা হয়েছে ঠিকই কিন্তু অমাদের সম্পর্ক আলাদা হয়নি। আমাদের যারই সমস্যা হতো একে অপরের কাছে পরামর্শ নিতাম। এখন আমি একা হয়ে পড়েছি।’ এ বলে আবারও হু হু করে কান্নায় ভেঙ্গে পড়েন সুধীর বাবু।
আমির হোসেন ও সুধীর চন্দ্র দাসের হৃদয়স্পর্শী বন্ধুত্বের মধ্য দিয়ে ফুটে উঠেছে বাঙালির বন্ধুত্বের গভীরতা। এখানে ধর্ম নয় মানবতা আর ভালবাসা সর্বাগ্রে।