ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনা পৌর মেয়রের নামে একাধিক ভুয়া ফেইসবুক আইডি
অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি---
Published : Friday, 10 September, 2021 at 12:00 AM, Update: 10.09.2021 1:09:35 AM
চান্দিনা পৌর মেয়রের নামে একাধিক ভুয়া ফেইসবুক আইডিরণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূইয়া’র নামে একাধিক ফেইসবুক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রি মহল। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে চান্দিনা থানায় একটি সাধারণ ডায়েরী করেন পৌর মেয়র শওকত হোসেন ভূঁইয়া।
তিনি জানান, ইংরেজী হরফে আমার নামে একটি ফেইসবুক আইডি আছে। ওই আইডিতে আমি আমার ব্যক্তিগত তথ্য, ছবি ও সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরি। কিন্তু একটি কুচক্রি মহল আমার নামের বাংলা হরফে একটি, চান্দিনা পৌরসভা কার্যালয় নামে একটি, এমডি রাকিব নামে ও আমজাত হোসেন নামে একাধিক আইডি খুলে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার করছে। এমনকি আমার ও আমার পরিবারকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে মরিয়া হয়ে উঠেছে। ওইসব আইডিগুলো বন্ধে এবং কুচক্রিমহলকে সনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে আইনের আশ্রয় নিয়েছি।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, আমার জিডি গ্রহণ করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।