আগে গোল করেও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। তরুণ স্ট্রাইকার সুমন রেজার জোড়া গোলও বাঁচাতে পারেনি লাল-সবুজ দলের মান। তিন জাতি প্রতিযোগিতা ও একটি প্রীতি ম্যাচ শেষে জেমি ডের শিষ্যরা মাঝরাতে দেশে ফিরেছে। দেশে ফিরেই আগামী অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির কথা উচ্চারিত হলো সুমনের কণ্ঠে।
ক্যারিয়ারে এই প্রথম লাল-সবুজ জার্সিতে জোড়া গোল পেয়েছেন সুমন। দুটি গোলই ছিল দেখার মতো। বক্সের বাইরে থেকে জোরালো শটে প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করেছেন তরুণ স্ট্রাইকার। ম্যাচ জিততে না পারার আক্ষেপ সুমনের কণ্ঠে, ‘শেষ ম্যাচটা আমরা জিততে চেয়েছিলাম। কিন্তু হেরে গেছি ৩-২ গোলে। এখন ভুল-ত্রুটি নিয়ে কোচ কাজ করবে। সেগুলো শুধরে আমরা সাফের জন্য প্রস্তুতি নিচ্ছি। ভালোভাবে ঢাকায় ফিরেছি। সবার কাছে দোয়া চাইছি। সাফের জন্য যেন ঠিকভাবে প্রস্তুত হতে পারি।’
এই ম্যাচে অভিষেক হয়েছে উদীয়মান মিতুল মারমার। ক্যারিয়ারে এই প্রথম বিদেশের কোনও প্রতিযোগিতায় খেলেছেন রাঙামাটি থেকে উঠে আসা গোলকিপার। দেশে ফিরে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন তিনি এভাবে, ‘কিরগিজস্তানে সাফের জন্য প্রস্তুতি ম্যাচ হিসেবে নিয়েছিলাম। এছাড়া দেশের বাইরে আমার প্রথম ম্যাচ। গুরুত্বপূর্ণ ছিল। চেষ্টা করেছি সবাই যার যার জায়গা থেকে। এখন সাফের জন্য ক্যাম্প হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’