ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সেমিনার
Published : Sunday, 12 September, 2021 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
জামাল উদ্দিন আহমেদ ফাউন্ডেশন কমিউিনিটি ভিত্তিক মা’- শিশু ও  ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুস্মরণে কোভিড-১৯ পরিস্থিতিতে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় দেবীদ্বার বানিয়াপাড়া জালাল উদ্দিন আহমেদ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ওই সেমিনারের আয়োজন করা হয়।
সাবেক অতিরিক্ত সচিব ও জালাল উদ্দিন আহমেদ ফাউন্ডেশন এবং জালাল উদ্দিন আহমেদ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ’র প্রতিষ্ঠাতা এ,কে,এম খায়রুল আলমের সভাপতিত্বে এবং মুরাদনগর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ কবির আহমেদের সঞ্চালনায় উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির, জালাল উদ্দিন আহমেদ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম শাহ আলম।
সেমিনারে মূল বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন দেবীদ্বার এ্যাপলো হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোবারক হোসেন।
আলোচকগণ কোভিড-১৯ পরিস্থিতিতে মা ও শিশুর স্বাস্থ্য সু-রক্ষায় কি ভাবে কাজ করবেন তার উপর বিস্তারিত আলোকপাত করেন।