ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গবাদিপশুখামারিদের জন্য ব্র্যাকব্যাংক ও গ্রীন ডেল্টাইন্স্যুরেন্স এর ক্ষুদ্র-বীমা প্রাণিসম্পদ উন্নয়নেভূমিকারাখবেসুইসকন্ট্যাক্ট
Published : Sunday, 12 September, 2021 at 12:00 AM, Update: 12.09.2021 1:35:42 AM
গবাদিপশুখামারিদের জন্য ব্র্যাকব্যাংক ও গ্রীন ডেল্টাইন্স্যুরেন্স এর ক্ষুদ্র-বীমা প্রাণিসম্পদ উন্নয়নেভূমিকারাখবেসুইসকন্ট্যাক্টগ্রীন ডেল্টাইন্স্যুরেন্স কোম্পানীলিমিটেডের সাথে যৌথ ভাবেগ্রামীণগবাদিপশুচাষীদের জন্য ক্ষুদ্র-বীমা সেবাপ্রদানকরবে ব্র্যাকব্যাংক। সুইজারল্যান্ডের দূতাবাসেরসহায়তায়সুইসকন্ট্যাক্ট পরিচালিতমাইক্রোইনস্যুরেন্সমার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (বিএমএমডিপি/সুরুক্ষা) এরআওতায় যৌথভাবে এ বিষয়ে এক চুক্তি স্বাক্ষরকরেছে ব্র্যাকব্যাংকএবংগ্রীন ডেল্টাইন্স্যুরেন্স কোম্পানিলিমিটেড। গত ৮ই সেপ্টেম্বর, ২০২১, বুধবার, ব্র্যাকব্যাংকেরপ্রধানকার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরঅনুষ্ঠানঅনুষ্ঠিতহয়।
গ্রীন ডেল্টাইন্স্যুরেন্সেরএডিশনালম্যানেজিংডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি সৈয়দ মঈনুদ্দিনআহমেদ এবং ব্র্যাকব্যাংকের ডেপুটিম্যানেজিংডিরেক্টরঅ্যান্ড হেড অফ এসএমইব্যাংকিং সৈয়দ আবদুল মোমেন, নিজনিজপ্রতিষ্ঠানেরজন্য সমঝোতা স্মারকে স্বাক্ষরকরেন।
চুক্তি অনুযায়ী ব্র্যাকব্যাংকপশুপালনখাতের কৃষকদের চাহিদাঅনুযায়ীকমপক্ষে ১৫ কোটিটাকার (১.৮ মিলিয়নসুইসফ্রাংক) ঋণ সুবিধাপ্রদানকরবেএবংগ্রীন ডেল্টাতাদের ক্ষুদ্র-বীমা সেবাপ্রদানকরবে। বীমাকৃত গবাদি পশুর মৃত্যুবা স্থায়ীঅক্ষমতার ক্ষেত্রে এই ক্ষুদ্রবীমা সেবাপ্রাণিসম্পদ এবংবকেয়াঋণেরউভয়েরজন্যইকার্যকরহবে।
এই প্রকল্পে ৬০০ কৃষকেরপ্রায় ১,৬০০টি গবাদি পশুরজন্য ১.৮ মিলিয়নসুইস ফ্রাঙ্ক এরসমপরিমাণ অর্থায়নকরাহবে। এরবাইরেওপ্রকল্পটিরমাধ্যমে গবাদি পশুরচিকিৎসা-সম্বন্ধীয় সেবারমাধ্যমে প্রায় ৬,০০০ কৃষকেরউপকারহবেবলেআশাকরাহচ্ছে।
ব্র্যাকব্যাংকেরম্যানেজিংডিরেক্টরঅ্যান্ডসিইও, সেলিম রেজাফরহাদ হোসেন; সুইস ডেপুটি হেডঅবমিশন, কোরিন হেনকোজপিগন্যানি; সুইজারল্যান্ড দূতাবাসেরসিনিয়র প্রোগ্রামঅফিসার, সৈয়দাজিনিয়ারশিদ; এবংসুইসকন্ট্যাক্টের কান্ট্রিডিরেক্টরমুজিবুলহাসানঅনুষ্ঠানেউপস্থিত ছিলেন। গ্রীন ডেল্টাইন্স্যুরেন্স কোম্পানিলিমিটেডেরম্যানেজিংডিরেক্টরঅ্যান্ডসিইওফারজানা চৌধুরীঅনলাইনেরমাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।