ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন দোকান ঘর উচ্ছেদ
Published : Monday, 20 September, 2021 at 12:00 AM, Update: 20.09.2021 12:58:27 AM
ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন দোকান ঘর উচ্ছেদইসমাইল নয়ন ॥ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে সরকারি সড়কে উপর থেকে নির্মাণাধীন ৩টি দোকান ঘর উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা।
প্রশাসন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে সরকারি সড়ক দখল করে তিনটি দোকান ঘর নির্মাণ করছিলেন স্থানীয় জাহাঙ্গীর আলম ও মো. হারুন অর রশিদ নামের দুই ব্যাক্তি। পরে গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি সরকারি সড়কের উপর থেকে নির্মাণাধীন দোকান ঘরের ভেঙে উচ্ছেদ করেন।
এ ব্যপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে স্থানীয় জাহাঙ্গীর আলম ও হারুন অর রশিদ নামের দুই ব্যক্তি সরকারি সড়ক দখল করে দোকান ঘর নির্মাণ করছিলেন। তাদের প্রশাসনের পক্ষ থেকে পূর্বে একাধিক বার বাধা দেওয়া হলেও তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তাই প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে তাদের নির্মাণাধীন তিনটি দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও একই স্থানে আরও ১০ জন দোকান মালিককে তাদের দোকান ঘরের বারান্দা সরকারি সড়কের উপর থেকে আগামী সাতদিনের মধ্যে অপসারণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দোকানের বারান্দা সড়কের উপর থেকে সরানো না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।