ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নির্বাচিত হয়ে সকলের দোয়া চাইলেন প্রাণ গোপাল
Published : Tuesday, 21 September, 2021 at 12:00 AM, Update: 21.09.2021 1:06:46 AM
নির্বাচিত হয়ে সকলের দোয়া চাইলেন প্রাণ গোপালবশিরুল ইসলাম:  
বেসরকারিভাবে কুমিল্লা -৭ (চান্দিনা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সকলের কাছে দোয়া চেয়েছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। তিনি বলেন, চান্দিনাবাসীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলের নিকট দোয়া চাই।
গতকাল ২০ সেপ্টেম্বর বেলায় ১১টায় ডা. প্রাণ গোপাল দত্তকে চান্দিনা আসনে বিনা প্রতিদ্ব›িদ্ধতায় বেসরকারিভাবে সংসদ সদস্য বিজয়ী ঘোষণা করা হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নি অফিসার মো: দুলাল তালুকদার সকলের উপস্থিতিতে এ ঘোষনা দেন। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজয়ী ঘোষণার পর প্রতিক্রিয়ায় ডা. প্রান গোপাল দত্ত উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি শ্রদ্ধার সাথে স্বরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে । আমি তাদেরকে স্বরণ করছি বঙ্গবন্ধুর পরিবারের যারা স্বপরিবারে ১৫আগস্ট কাল রাত্রিতে শহীদ হয়েছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা  ১৯৫২সাল থেকে শুরু করে ৬২, ৬৪,৬৯,৭০ এবং ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অর্থাৎ গণতান্ত্রিক আন্দোলনে এবং স্বাধিকার অন্দোলনে যারা আত্যাহুতি দিয়েছেন তাদের সবাইকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সেই দু’লক্ষ মা বোনদের যারা স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছেন। আমার সর্বশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামীলীগ সভানেত্রী আওয়ামীলীগ পার্লামেন্টারী বোর্ডের সভাপতি যিনি আমাকে চান্দিনা উপ-নির্বাচনে অংশগ্রহন করার জন্য মনোনয়ন দিয়েছেন। চান্দিনা বাসীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলের নিকট দোয়া চাই যেন আমার সহচর হয় দুটো দন্ত স । দন্ত স দুটো হলো যেন আমি সুস্থ্য থাকি এবং সৎ থাকি। আর একটি তালিবাশ্য হতে আমি দূরে থাকতে চাই সেটা হলো শয়তান। ধন্যবাদ সবাইকে।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বলেন, চান্দিনা জাতীয় সংসদ উপ-নির্বাচনে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।  যাচাই-বাছাইয়ে একজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হওয়ায় তিন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হয়। এদের মধ্যে দুই প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় এবং একজন মাত্র প্রার্থী থাকায় তাকে আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধিমোতাবেক ২৫৫-কুমিল্লা-০৭ শূন্য আসনে বেসরকারিভাবে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীনত প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তকে বিনা প্রতিদ্ব›িদ্ধতায়  নির্বাচিত ঘোষনা  করলাম।  সর্বসাধারণের উদ্দেশ্যে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে।
তিনি আরো বলেন, আমরা সকলের সাথে সমান আচরণ করার চেষ্টা করেছি । যথাযথ দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। কোন পক্ষপাতিত্ব করিনি। আগামীতে এ রকম আচরণ অব্যাহত থাকবে।   
উল্লেখ্য, গত ৩০ জুলাই ২৫৫নং কুমিল্লা-০৭ আসন থেকে পাঁচবারের নির্বাচিত সাংসদ সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ০৭ অক্টোবর নির্বাচনের দিন ধার্য্য করে  ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। উপ-নির্বাচনে অংশ নিতে ৬জন প্রার্থী  মনোনয়নপত্র গ্রহন করেন। এদের মধ্যে ১৩ সেপ্টেম্বর তিনজন দলীয় প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থসহ মোট ৪ প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। যাচাই-বাচাইয়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হওয়ায় তিনজন প্রার্থী বৈধ হিসেবে ঘোষনা করা হয়। ১৬ সেপ্টেম্বর জাতীয় পাটির মনোনীত প্রার্থী লুৎফর রেজা খোকন ও ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী প্রার্থী (ন্যাপ) মনিরুল ইসলাম নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ফলে একক প্রার্থী হন  কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়েল সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত।