ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুক্তিযুদ্ধ মন্ত্রী মুরাদনগরে আসছেন আজ
Published : Thursday, 30 September, 2021 at 12:00 AM, Update: 30.09.2021 1:24:24 AM
মুক্তিযুদ্ধ মন্ত্রী মুরাদনগরে আসছেন আজমো. হাবিবুর রহমান, মুরাদনগর ।।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক আজ কুমিল্লার মুরাদনগরে আসছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নবীপুর পশ্চিম ইউনিয়নের শিবানীপুর গ্রামে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করবেন। পরে উপজেলা পরিষদ মাঠে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।
সমাবেশে সভাপতিত্ব করবেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সম্মানীত অতিথি থাকবেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রা‏হ্মনপাড়া) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান, শ্রম আপিল বোর্ডের চেয়ারম্যান বিচারপতি এম ফারুক।
আমন্ত্রিত অতিথি থাকবেন, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার ও চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভুইয়াসহ জেলার বিভিন্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, মন্ত্রী মহোদয় সকাল সাড়ে ১১টায় নবনির্মিত মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন করবেন। পরে উপজেলা পরিষদ মাঠে মুক্তিযোদ্ধা সমাবেশে অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।