Published : Thursday, 30 September, 2021 at 12:00 AM, Update: 30.09.2021 1:48:47 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিব হাসানের সফলতার দুই বছর পূর্তি হয়েছে আজ। তিনি ফরিদপুর জেলার সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. সাসুদ্দীন’র দুই সন্তানের মধ্য ছোট। । তিনি ৩১তম বিসিএস ক্যাডার। ২০১৯সালের ৯ সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
ইতোমধ্যে তিনি তাঁর সততা, কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে দেবিদ্বার উপজেলার মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। তিনি যোগদানের পর থেকে বদলে গেছে দেবিদ্বারের নাগরিক সেবার চিত্র।
করোনা মহামারীতে রাত জেগে মানুষের বাড়ি বাড়ি খাদ্য পৌছে দেয়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ণিল সাজে সজ্জিত করে শিশুবান্ধব করা, ওএমএস চাল বিতরণে অনিয়ম বন্ধে বায়োমেট্রিক পদ্ধতিতে চাল বিতরণ, গালর্স হেলথ কেয়ার, মুক্তিযোদ্ধা স্মৃতি সংক্ষরণের উদ্যোগ, নিউ মার্কেট চত্বরে মুক্তিযুদ্ধ স্তম্ভ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ, ডিজিটাল সার্ভিস ডেলিভারী পয়েন্ট স্থাপন,
খেলাধুলার জন্য ক্রিকেট পিচ, অফিসার্স ক্লাব ইনডোর স্টেডিয়াম স্থাপন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মানুষের চলাচলের রাস্তা প্রসস্থকরণ, উপজেলা পরিষদকে নান্দনিক সাজে সজ্জিতকরণসহ বিভিন্ন উন্নয়নে বদলে গেছে দেবিদ্বারের চিত্র।
ডিজিটাল পদ্ধতিতে ওএমএস চাল বিতরণসহ নাগরিক সেবা মানুষের সহজলভ্যে বিশেষ অবদান রাখায় ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার-২০২০ পুরস্কার পান (ইউএনও) রাকিব হাসান। গত বছরের ১১ ডিসেম্বর ঢাকার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টি-পারপাস হলে দেশের সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি মেলায় তাঁকে ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
ইউএনও রাকিব হাসান বলেন, এ উপজেলার মানুষকে কি দিতে পেরেছি জানি না। তবে এ দুই বছরে চেষ্টা করেছি, নাগরিক সেবার মান বৃদ্ধি করে ভালো কিছু উপহার দেয়ার। তিনি স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার সকল কাজে তিনি সহযোগিতা করেছেন। যখন যা বলেছি দেবিদ্বারের মানুষের জন্য তিনি নিষেধ করেনি।