ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
উইকেট নিয়ে ভাবতেই চায় না বাংলাদেশ
Published : Friday, 1 October, 2021 at 12:00 AM
উইকেট নিয়ে ভাবতেই চায় না বাংলাদেশনিউজিল্যান্ড সিরিজ শুরু হচ্ছে আগামীকাল (বুধবার) থেকে। তার আগে মিরপুরের ‘রহস্যময়’ উইকেট নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। স্বাগতিক হয়েও বাংলাদেশের ক্রিকেটাররা উইকেট কেমন হবে, সেটি নিয়ে ধাঁধায় আছেন। যে কারণে উইকেট নিয়ে না ভেবে নিজেদের খেলার দিকেই মনোযোগ দিতে চান মাহমুদউল্লাহরা।

ঐতিহ্যগত ভাবে মিরপুরের উইকেট কিছুটা স্লো ও টার্নিং হয়ে থাকে। অস্ট্রেলিয়া সিরিজে যেমনটা হয়েছে, ঠিক এমন উইকেট নিউজিল্যান্ডের বিপক্ষে দেখা যেতে পারে। যদিও বাংলাদেশ দল প্রত্যাশা করছে, ভালো উইকেটে খেলার। তেমনটা না হলেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে ব্যাটিংটা ভালো করতে মনোযোগী স্বাগতিকরা।

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তেমনটাই জানিয়ে গেছেন, ‘উইকেট নিয়ে আমি সবসময় বলি যে উইকেট অনুমান করা কঠিন। আমার মনে হয় পজিটিভ ফ্রেম অব মাইন্ডে যাওয়াটা ভালো। আমরা ভালো উইকেট প্রত্যাশা করবো। সেভাবেই ম্যাচে যাবো। পরে গিয়ে যেটা পাবো সেভাবে আমাদের মানিয়ে নিতে হবে। আমার মনে হয় ওই মাইন্ডসেটটা গুরুত্বপূর্ণ।’

মাঠে নামার আগেই উইকেট নিয়ে নেতিবাচক ভাবনা ভাবতে চায় না বাংলাদেশ। অধিনায়কের কথায়, ‘আপনি যদি আগে থেকে ঠিক করেন ১২০-১৩০ রানের উইকেট হবে, তাহলে নেতিবাচক মানসিকতায় ঢুকে যেতে হবে। ইতিবাচক মানসিকতায় যাবো যে এটা ভালো উইকেট হবে। ইনশাআল্লাহ আমাদের ব্যাটিং শক্তি আছে। ঠিকমতো খেলতে পারলে আমরা ভালো স্কোর করবো।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হয়েছে ফ্লাডলাইটের আলোতে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিবারাত্রির। কতটা প্রভাব ফেলতে পারে এমন প্রশ্নে মাহমুদউল্লাহর উত্তর, ‘টস তো প্রেডিক করা কঠিন। আশা করি, আমরা ভালো উইকেট পাবো। ম্যাচের সময়টা এগিয়ে গিয়েছে, এটা ভালো দিক। ডে-লাইটে যারা আগে ব্যাটিং করবে, আন্ডার লাইটেও হয়তোবা একই থাকবে। এই জিনিসগুলো না ভেবে ম্যাচের প্রস্তুতি ও ম্যাচের পরিকল্পনা নিয়ে কাজ করছি আমরা।’