ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাসে ঢেউটিন ও চেক পেলো হতদরিদ্র ৪২ টি পরিবার
Published : Friday, 1 October, 2021 at 12:00 AM
তিতাস প্রতিনিধি ঃ
তিতাস উপজেলার ৯ টি ইউনিয়নে ৪৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ঢেউ টিন ও নগদ টাকার চেক বিতরণ করা হয়েছে। কুমিল্লা ২ হোমনা তিতাসের সংসদ সদস্য সেলিমা আহামাদ মেরীর পরামর্শ ক্রমে মঙ্গলবার দুপর বারোটায় উপজেলা পরিসদ চত্বরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক তিতাস উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার উপস্থিত থেকে প্রতিটি পরিবারকে দুইবান ঢেউ টিন ও ছয় হাজার টাকার চেক বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহসীন ভূইঁয়া, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরনবী, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল হক সরকার, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার সালাউদ্দিন, মজিদ পুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মোঃ মোস্তাক আহমেদ ভূইঁয়া।