বুড়িচং নামযজ্ঞ ও গীতা পাঠ অনুষ্ঠিত
Published : Friday, 1 October, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের দক্ষিণ পাড়া কর্মকার বাড়ী মহা শশ্মানের উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষ্যে নামযজ্ঞ ও গীতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নামযজ্ঞ গীতা পাঠ ও আলোচনা সভা শেষে প্রসাদ বিতরণ করা হয়। বুড়িচং দক্ষিণ পাড়া কর্মকার বাড়ী মহা শশ্মানের সভাপতি স্বপন চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক দীপক কর্মকার। এসময় মহা শশ্মানের উপদেষ্টা জগবন্ধু কর্মকার, অনিল কর্মকার, শম্ভুরঞ্জন চৌধুরী, সেন্টু ঘোষ, ডা. হিমাংগু মিত্র, শীব নন্দী, টিমন মিত্র, চন্দন কর, দীলিপ কর্মকারসহ হিন্দু সম্প্রদায়ের অন্যান্য ভক্ত ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নাম যজ্ঞ গীতা পাঠ করেন পন্ডিত শিবু আচার্য্য।