কুমিল্লা বেসিক ব্যাংকের রাণীর বাজার উপশাখা উদ্বোধন
Published : Friday, 1 October, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার: রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে কুমিল্লায় রানীর বাজার উপশাখা উদ্বোধন করা হয়েছে। এটি ব্যাংকের ৮ম উপশাখা। মঙ্গলবার ৩১ আগস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে উপশাখাটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ রাজীব পারভেজ, ড. নাহিদ হোসেন, ড. মোঃ আবদুল খালেক খান এবং বেসিক ব্যাংকে নিযুক্ত পর্যবেক্ষক বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক শেখ মোঃ সেলিম উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন, নীরঞ্জন চন্দ্র দেবনাথ সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, কুমিল্লার শাখার সহকারী মহাব্যবস্থাপক মশিউর রহমান, রাণীর বাজার উপশাখার ব্যবস্থাপক মোঃ ওমর ফারুক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।