ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযান কার্তুজ ও গাঁজাসহ গ্রেপ্তার ৩
Published : Friday, 1 October, 2021 at 12:00 AM
চৌদ্দগ্রাম প্রতিনিধি : চৌদ্দগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ২টি শটগানের কার্তুজসহ সোহরাব হোসেন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিকনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। সোহরাব হোসেন উপজেলার কালিকাপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের আবদুল সোবহানের ছেলে সোহরাব হোসেন।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল সোমবার রাতে আব্দুল্লাহপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২টি ১২ বোর শটগানের কার্তুজসহ সন্ত্রাসী সোহরাব হোসেনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‌্যাবের প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ চৌদ্দগ্রাম মডেল থানা এলাকাসহ কুমিল্লার বিভিন্ন স্থানে চিহ্নিত সন্ত্রাসীদের সাথে গোপনে নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পৃথক অভিযানে জগমোহনপুর এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো; জগমোহনপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার এর ছেলে মোঃ আবুল হাসেম, জসিম উদ্দিন এর ছেলে মোঃ মাসুদ রানা।