ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রফেসর জোহরা আনিসের ইন্তেকাল
Published : Friday, 22 October, 2021 at 12:00 AM, Update: 22.10.2021 1:29:44 AM
প্রফেসর জোহরা আনিসের ইন্তেকালনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত রত্নগর্ভা মা প্রফেসর জোহরা আনিস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় কুমিল্লায় ট্রমা সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ব্রেইন স্ট্রোক করে গত পাঁচ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জোহরা আনিস।
অধ্যাপক জোহরা আনিসের ছেলে চিকিৎসক আরিফ মোর্শেদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, তার মাকে বুধবার রাত ১০টায় সংকটাপন্ন অবস্থায় কুমিল্লা ট্রমা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ব্রেইন স্ট্রোক করে গত পাঁচ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
শিক্ষা প্রসার, সামাজিক অগ্রগতি ও মূল্যবোধ প্রতিষ্ঠায় একজন নারী হিসেবে অসামান্য অবদান রয়েছে প্রফেসর জোহরা আনিসের। নারীর ক্ষমতায়নের জন্য ২০১৮ সালের ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে প্রফেসর জোহরা আনিসের হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মরহুমার প্রথম জানাজা শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে কুমিল্লা টাউন হল ময়দানে ও দ্বিতীয় জানাজা বাদ জুম্মা কসবার সৈয়দাবাদ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।