নিজস্ব
প্রতিবেদক: ‘গতিসীমা মেনে চলি সড়ক দূর্ঘটনা রোধ করি’ -এই প্রতিপাদ্যকে
নিয়ে কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে
জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লা। অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোঃ সায়েদুল
আরেফিনের সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লার জেলা
প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে
পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহম্মদ রহমত উল্লাহ, চিত্র নায়ক
ফেরদৌস, রিয়াজ, শিমুল, ববি, নাবিলাসহ জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তা,
বাস মালিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের
নেতৃবৃন্দ। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন, কাউকে ছাড় দেওয়ার অভ্যাস
আমাদের নেই। যেমন বাড়ি করার সময় এক ইঞ্চি জায়গা কেউ ছাড়তে রাজি নই। যে
কারনে সড়কে গাড়ি সংখ্যা বৃদ্ধি পেলেও রাস্তা বৃদ্ধি না পাওয়ায় শহরের মধ্যে
যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কে অনেক বেগ পেতে হয়।
হাইওয়ে পুলিশ সুপার
রহমত উল্লাহ বলেন, আইন না মানার প্রবণতায় দুর্ঘটনার মূল কারণ। ফুটওভার
ব্রিজ ব্যবহার না করে রাস্তা পারাপার ও দূর্ঘটনার আরো একটি কারন। তিনি আরো
জানান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনা রোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিসি
ক্যামেরার আওতায় আনা হবে খুব শীগ্রই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক মোঃ আবু আশরাফ সিদ্দিকী।