আফগানিস্তানে তালেবানকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় দুই বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে একজন শিশু। শনিবার (২৩ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে এ ঘটনা ঘটেছে। খবর এবিসি নিউজের।
জেলা পুলিশের প্রধান ইসমাতুল্লাগ মুবারিজ জানিয়েছেন, তালেবানের একটি গাড়ি যাওয়ার সময় রাস্তার পাশে পুঁতে রাখা দুটি বোমার বিস্ফোরণ ঘটে। তবে তালেবানের কেউ হতাহত হননি।
স্থানীয় হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলার পর তাদের কাছে দুটি মরদেহ ও আহত চার ব্যক্তিকে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, এর পেছনে জঙ্গিগোষ্ঠী আইএসের হাত রয়েছে।
গত আগস্টে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই আফগানিস্তানে আইএসের হামলা-সহিংসতা বেড়ে গেছে। দেশটির নতুন শাসকগোষ্ঠীকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে জঙ্গিরা। এতে প্রাণ হারাচ্ছেন বহু নিরীহ মানুষ।
কিছুদিন আগেই পরপর দুই শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে হামলা চালিয়েছে আইএস। এতে প্রায় ১০০ জন নিহত ও কয়েকশ আফগান নাগরিক আহত হয়েছেন।
এছাড়া, গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে আইএসের হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে আফগানিস্তানের রাজধানী কাবুল। এতে অন্ধকারে ডুবে যায় গোটা শহর।
বিদ্যুতের জন্য আফগানিস্তান মূলত উত্তরাঞ্চলীয় প্রতিবেশী উজবেকিস্তান ও তাজিকিস্তানের ওপর নির্ভরশীল। ফলে আন্তঃদেশীয় বৈদ্যুতিক লাইনগুলো বিদ্রোহীদের কাছে অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হয়।
বিগত ২০ বছর মার্কিন-সমর্থিত আফগান সরকারের বিরুদ্ধে লড়াইয়ে এ ধরনের স্থাপনাগুলোতে নিয়মিত হামলা চালিয়েছে তালেবান। এখন সেই কৌশলেই তাদের ক্ষতি করতে চাচ্ছে আইএস।