টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে খেলতে নেমেই বিপাকে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা।
৯.১ ওভারে মাত্র ৪৪ রানে প্রথম সারির ৬ উইকেট হারিয়ে চরম বিপদে উইন্ডিজ।
একেরপর এক সজেঘরে ফিরেছেন লেন্ডন সিমন্স, এভিন লুইস, সিমরন হিতমায়ার, ক্রিস গেইল, ডুয়াইন ব্রাভো ও নিকোলাস পুরান।
এরিপোর্ট লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ১০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে রান। ব্যাটিং বিপর্যয় এড়াতে লড়াই করছেন নিকোলাস পুরান।
ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ৯ রানেই সাজঘরে দুই ওপেনার। লেন্ডন সিমন্সের পর ফেরেন এভিন লুইসও।
মঈন আলীর বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সিমন্স। আর ক্রিস ওকসের বলে মঈন আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন লুইস।
দলীয় ২৭ রানে ফেরেন সিমরন হিতমায়ারও। তিনিও সেই মঈন আলীর শিকার। তার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন হিতমায়ার।
দলের এমন ব্যাটিং বিপর্যয়ে হাল ধরতে পারেননি ক্রিস গেইলও। তাইমাল মিলসের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন এ তারকা ব্যাটসম্যান। তার বিদায়ে ৬ ওভারে ৩১ রানেই ৪ উইকেট হারায় ক্যারিবীয়রা। দলীয় ৩৭ রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ডুয়াইন ব্রাভো।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
টস জিতে ওয়েষ্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান।