ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতের বিপক্ষে ইতিহাস গড়া জয়ে যা বললেন রমিজ রাজা
Published : Monday, 25 October, 2021 at 6:00 PM
ভারতের বিপক্ষে ইতিহাস গড়া জয়ে যা বললেন রমিজ রাজাপরাজয়ের স্মৃতি ভুলে জয়ের ইতিহাস গড়ল পাকিস্তান। ভারতের বিপক্ষে অতীতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচে অংশ নিয়ে জয়ের দেখা পায়নি পাকিস্তান। 

অতীতের সেই বাজে স্মৃতি ভুলে রোববার আবুধাবিতে ভারতকে ১৫১/১ রানে আটকিয়ে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় পাকিস্তান। 

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের অনবদ্য ব্যাটিংয়ে ১৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান। 

দুর্দান্ত এই জয়ের পর টুইটারে ক্রিকেটারদের প্রশংসা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। 

পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক এ তারকা ক্রিকেটার বলেছেন, আলহামদুলিল্লাহ টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই প্রথম এবং সবচেয়ে বড় জয়। জয়ের এই স্মৃতি মনে রাখার মতো। বাবর আজমদের এই জয় সকল পাকিস্তানিদের জন্য গর্বের একটি মুহূর্ত। এমন একটি আনন্দঘন মুহূর্ত উপহার দেওয়ার জন্য ছেলেদের ধন্যবাদ।