ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্বের সব মুসলিমদের সমর্থন পাকিস্তানের পক্ষে ছিল: পাকিস্তানের মন্ত্রী
Published : Monday, 25 October, 2021 at 6:46 PM
বিশ্বের সব মুসলিমদের সমর্থন পাকিস্তানের পক্ষে ছিল: পাকিস্তানের মন্ত্রীভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচে বিশ্বের সব মুসলিমদের সমর্থন পাকিস্তানের পক্ষে ছিল। সবাই পাকিস্তানের জন্য দোয়া করেছেন। 

রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণে ভারতকে বিশাল ব্যবধানে হারানোর পর এক টুইটারে ভিডিওবার্তায় পাকিস্তানের এক মন্ত্রী এসব কথা বলেন। 

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেডারেল মন্ত্রী ও পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সভাপতি শেখ রশিদ আহমেদ বলেন, আজ আমাদের কাছে ফাইনাল ছিল। ভারতসহ দুনিয়ার মুসলিমদের সমর্থন পাকিস্তানের প্রতি ছিল। সবাই পাকিস্তানের জন্য দোয়া করেছে। এমনকি মুসলমান হিসেবে ভারতের মুসলমানদের দোয়াও পাকিস্তানের খেলোয়াড়দের জন্য ছিল। এজন্য পাকিস্তান জিতেছে। এ জয় মূলত সব মুসলমানের জয়।