ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুরের হাইমচরে দু’ শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ১১ কেজি গাঁজা আটক
মানিক দাস
Published : Monday, 25 October, 2021 at 7:31 PM
চাঁদপুরের হাইমচরে দু’ শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ১১ কেজি গাঁজা আটকহাইমচর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা জানান , হাইমচরের শীর্ষ দু  মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত ২৪ অক্টোবর রবিবার হাইমচর থানায় কর্মরত এস.আই (নিঃ) মো.আবু হানিফ, এসআই সঞ্জিত কুমার রায়,এএসআই মীর কাশেম,এএসআই (নি.) মোবারক হোসেন,সংঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী  বিশেষ অভিযান পরিচালনা করে। রাত সোয়া ৮ টার দিকে  হাইমচর থানাধীন চরভাঙ্গা গ্রামের খাঁ বাড়ীর মাদক ব্যবসায়ী নাছির উদ্দিন কালু খাঁর(৩৫) এর  বসত ঘরের উত্তর পার্শ্বের কক্ষের চৌকির ওপর থেকে ও  লুৎফর রহমান খাঁ (৫৫),এর  হেফাজত হতে কসটেপ দ্বারা মোড়ানো ৩টি প্যাকেটে ১১ (এগার) কেজি গাঁজা উদ্ধার সহ তাদের হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার  মুল্য অনুমান ৩ লাখ ৩০ হাজার টাকা। আটক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা বলেন আটক এ দু আসামী দীর্ঘ দিন ধরে হাইমচরে মাদক ব্যবসা করে আসছে। তারা হাইমচরের যুব সমাজকে মাদকের মরন ছোবলে নিয়ে যাচ্ছে। আমরা চাই হাইমচরকে সম্পূর্ন ভাবে মাদক মুক্ত রাখতে। সেই লক্ষে হাইমচর থানা পুলিশ কাজ করে যাচ্ছে।