ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
একযুগ পর সাইফ-রানী জুটির মুক্তি পাচ্ছে 'বান্টি অর বাবলি ২'
Published : Tuesday, 26 October, 2021 at 11:34 AM
একযুগ পর সাইফ-রানী জুটির মুক্তি পাচ্ছে 'বান্টি অর বাবলি ২'চলতি বছরের ১৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ২০০৫ সালে বক্সঅফিসে সাড়া জাগানো সিনেমা 'বান্টি অর বাবলি'র সিকুয়্যাল 'বান্টি অর বাবলি ২।' একযুগ পর এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সাইফ আলী খান ও রানী মুখার্জি। সিনেমাটি পরিচালনা করছেন বরুণ ভি শর্মা। 

‘বান্টি অওর বাবলি’তে গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হচ্ছে এই সিকুয়্যালের কাহিনি। তাই চরিত্রগুলো পুরনো কাহিনির এক্সটেনশন বলা যেতে পারে।

টিকিট কালেক্টর রাকেশের চরিত্রে অভিনয় করেছেন সাইফ। এই চরিত্রের জন্য বেশ খানিকটা ওজন বাড়িয়েছেন তিনি। অন্যদিকে ভিম্মি অর্থাৎ রানী এখানে একজন ফ্যাশন ডিজাইনার।
সূত্র: আনন্দবাজার