ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফেনীতে ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
Published : Tuesday, 26 October, 2021 at 12:04 PM
ফেনীতে ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যুফেনীর ছাগলনাইয়ায় নির্মাণাধীন একটি দশ তলা ভবনের ছাদ থেকে পড়ে গতকাল সোমবার রাতে সৌরভ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সৌরভ ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৬নং ওয়ার্ডের (বাঁশ পাড়া) কাউন্সিল পদপ্রার্থী নুরুল হকের ছেলে। সৌরভ ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। 

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় সৌরভ নির্মাণাধীন দশ তলা ভবন সিটি টাওয়ারের উপরে সেলফি তুলতে গিয়ে অসাবধনতাবশত ছয় তলায় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। 

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার সকাল ১০টায় সৌরভদের পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।