ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আইপিএলে নতুন দল লখনউ ও আহমেদাবাদ
Published : Tuesday, 26 October, 2021 at 12:36 PM
আইপিএলে নতুন দল লখনউ ও আহমেদাবাদইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আরও দুটি দল যুক্ত হচ্ছে। নতুন দুই দল লখনউ ও আহমেদাবাদ। ফলে আগামী মৌসুম থেকে আইপিএল দশ দলের টুর্নামেন্ট হবে।

সোমবার দুবাইয়ে নতুন দু'টি দলের জন্য নিলাম অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রথমে ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়। সেখান থেকে কমতে কমতে তা ১০টিতে নেমে আসে। শেষ পর্যন্ত সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন আরপিএসজি গ্রুপ লখনউ'র হয়ে এবং বেসরকারি প্রতিষ্ঠান সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ শহরের হয়ে নিলাম জিতেছে।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আরপিএসজি গ্রুপ লখনউ'র হয়ে নিলাম করেছেন ৭ হাজার কোটি ভারতীয় রুপি বা ৯৩২ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে। অন্যদিকে, আহমেদাবাদ জিতেছে ৫ হাজার ২০০ ভারতীয় রুপি বা ৬৯২ মিলিয়ন মার্কিন ডলারের বেশি দিয়ে।