ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পরিসংখ্যানে কিউইদের চেয়ে এগিয়েই আছে পাকিস্তান
Published : Tuesday, 26 October, 2021 at 12:37 PM
পরিসংখ্যানে কিউইদের চেয়ে এগিয়েই আছে পাকিস্তানপ্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বিশাল জয়। বেশ ফুরফুরে মেজাজে আছেন পাকিস্তানের ক্রিকেটাররা। দলটির মধ্যে আত্মবিশ্বাসও এখন তুঙ্গে।

সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। রাত ৮টায় শারজায় শুরু হবে ম্যাচটি। পাকিস্তানের জন্য দ্বিতীয় হলেও, এই ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্ব শুরু করবে কিউইরা।

শারজায় ম্যাচটি মাঠে গড়ানোর আগে চলুন দল দুটির কিছু পরিসংখ্যান একপলক দেখে নেয়া যাক:-

মোট ম্যাচ ২৪
পাকিস্তানের জয় ১৪
নিউজিল্যান্ডের জয় ১০
ফলহীন ০

সর্বোচ্চ দলীয় সংগ্রহ
পাকিস্তান: ২০১/৪, অকল্যান্ড ২০১৮
নিউজিল্যান্ড: ১৯৬/৫, ওয়েলিংটন ২০১৬

সর্বনিম্ন দলীয় সংগ্রহ
পাকিস্তান: ১০১, ওয়েলিংটন ২০১৬
নিউজিল্যান্ড: ৮০, ক্রাইস্টচার্চ ২০১০

সর্বোচ্চ রান
পাকিস্তান: ৫৫২, মোহাম্মদ হাফিজ
নিউজিল্যান্ড: ৫০৯, মার্টিন গাপটিল

সেরা ইনিংস
পাকিস্তান: ৯৯*, মোহাম্মদ হাফিজ
নিউজিল্যান্ড: ৮৭*, মোহাম্মদ রিজওয়ান

সর্বোচ্চ উইকেট
পাকিস্তান: ২১, শহিদ আফ্রিদি
নিউজিল্যান্ড: ২৩, টিম সাউদি

সেরা বোলিং ফিগার
পাকিস্তান: ৫/৬, উমর গুল
নিউজিল্যান্ড: ৫/১৮ টিম সাউদি