
আফগানিস্তান ইস্যুতে সিরিজ বৈঠকে অংশ নেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। সোমবার রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক দূত জমির কাবুলোভ এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
বুধবার ইরানের উদ্যোগে আয়োজিত আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর বৈঠকে মস্কো অংশ নেবে বলে জানান জমির কাবুলোভ।
তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং আফগানিস্তানের প্রতিবেশী পাকিস্তানের সমন্বয়ে গঠিত সম্প্রসারিত ট্রয়কা-ও আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে আফগানিস্তান ইস্যুতে মিলিত হবে। পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই বৈঠকেও অংশ নেবে মস্কো।
যুক্তরাষ্ট্রের আফগানিস্তান বিষয়ক সাবেক দূত জালমে খলিলজাদের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হওয়া টম ওয়েস্ট এ সম্মেলনে অংশ নেবেন। এই কূটনীতিক জানিয়েছেন, তিনি এই বৈঠকের অপেক্ষায় রয়েছেন।
জমির কাবুলোভ বলেন, ট্রয়কা বৈঠকে আমরা কিভাবে জাতিসংঘকে নিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে কাজ করতে পারি সে বিষয়টি নিয়ে আলোচনা হবে।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি ন্যাটো জোটের অন্য দেশগুলোকেও আফগানিস্তানের পুনর্গঠনে অংশ নেওয়ার তাগিদ দেন কাবুলোভ। নভেম্বরের গোড়ার দিকে ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের পরিকল্পনা রয়েছে বলেও জানান রুশ প্রেসিডেন্টের মুখপাত্র।
এদিকে তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন মন্তব্যকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান। এ নিয়ে কথা বলেছেন আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি। তিনি বলেন, ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের নেতাদের নাম নিষিদ্ধ তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে রুশ প্রেসিডেন্টের মন্তব্যকে স্বাগত জানায় আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়।
টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুদ্ধের অধ্যায় যেমন শেষ হয়েছে, তেমনি বিশ্বের দেশগুলোকেও আফগানিস্তানের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। আমরা পারস্পরিক সম্পর্কের নীতির ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চাই।
সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানের নাম বাদ দেওয়া যেতে পারে। তিনি বলেন, নিঃসন্দেহে আফগানিস্তানের পরিস্থিতি তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের সবার প্রত্যাশা, তারা ইতিবাচক উপায়ে দেশটির অগ্রসর হওয়ার বিষয়টি নিশ্চিত করবে। সূত্র: ফার্স্টপোস্ট।