ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুরে গলায় খাবার আটকে শিশুর মৃত্যু
মানিক দাস
Published : Tuesday, 26 October, 2021 at 5:58 PM
চাঁদপুরে গলায় খাবার আটকে শিশুর মৃত্যু শিশুকে ঘুমের মধ্যে রেখে খাবার খাওয়াতে গিয়ে গলায় খাবার আটকে শিশুদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১১ টার দিকে। 

জানা যায় চাঁদপুর সদর উপজেলা চামড়া ইউনিয়নের হরিপুর গ্রামে। আব্দুল কাদেরের স্ত্রী তার তিন মাস বয়সী শিশু পুত্র জোবায়ের কে ঘুমপাড়ানো অবস্থায় খাবার খাওয়াতে গেলে শিশুটির বুকে বা খাবার আটকে শিশুটির এমন মর্মান্তিক মৃত্যু ঘটে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডাক্তার নূর হোসেন বান্না  জানান, শিশুটির মা শিশুটিকে ঘুমপাড়ানো অবস্থায় খাবার খাওয়ার ছিল। খাবারটি খাদ্যনালীতে প্রবেশ না করে, শ্বাসনালীতে প্রবেশ করে। এসময় শিশুটির কাশি দেখা দিলে খাবার গলায় আটকে মৃত্যু হয়।শিশুটির পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে শিশুটি পৃথিবীর মায়া ত্যাগ করে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নুর হোসেন বান্না সকাল ১১ টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবরে হাসপাতাল অঙ্গনে শিশুর পরিবারের স্বজনদের আর্তনাদে হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়।