ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ডেস্কটপ থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করবেন যেভাবে
Published : Wednesday, 27 October, 2021 at 2:14 PM
ডেস্কটপ থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করবেন যেভাবেসামাজিক মাধ্যমগুলোর মধ্যে দিন দিন নিজের জায়গা পোক্ত করছে ইনস্টাগ্রাম। দিন দিন বাড়ছে ব্যবহারকারীর সংখ্যাও। আর তাইতো গ্রাহকদের কথা চিন্তা করেই ইনস্টাগ্রাম নিয়ে এলো নতুন ফিচার। যার মাধ্যমে ব্যবহারকারীরা এখন শুধু মোবাইল থেকেই নয়, ডেস্কটপ থেকেও ছবি আপলোড করতে পারবেন।

ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম ইনস্টাগ্রামে প্রথমবারের মতো নিজস্ব অ্যাপের বাইরে থেকে পোস্ট করার সুবিধা দিচ্ছে। এতদিন পর্যন্ত কেবলমাত্র স্মার্টফোন থেকেই কোনো ছবি কিংবা ভিডিও পোস্ট করা যেত ইনস্টাগ্রামে। কিন্তু এখন ডেস্কটপ ব্রাউজার থেকে ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট আপলোড করতে পারছেন ব্যবহারকারীরা। একাধিক ছবি আপলোডের পাশাপাশি সম্পাদনা ও ফিল্টার যুক্ত করতে পারবেন ব্যবহারকারী।

হোম পেজের ডানদিকে উপরের অপশনে গিয়ে এখন মেসেজ পাঠানো যাবে। এছাড়াও এই অপশন থেকে নতুন পোস্টও খুঁজে নিতে পারবেন আপনি। এককথায় এতদিন যে অপশনগুলো কেবলমাত্র মোবাইল অ্যাপ থেকেও পাওয়া যেত, তার প্রায় সবই মিলবে ডেস্কটপ থেকেও।

নব প্রজন্মের ইউজাররা যাতে নিরাপদে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারেন, তার জন্য তাদের ক্ষতিকারক কনটেন্ট থেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হবে। থাকতে পারে ‘টেক আ ব্রেক’ অপশন। সবমিলিয়ে ইনস্টাগ্রাম ব্যবহার এখন আরও সুবিধাজনক হয়ে উঠতে চলেছে ইউজারদের কাছে।

প্রথমে যে কোনো একটি ব্রাউজার থেকে ইনস্টগ্রামের ওয়েব অ্যাড্রেসে যান। এরপর আপনাকে লগ ইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজের প্রোফাইলে ঢুকতে হবে। আইডি ও পাসওয়ার্স মিলে গেলে নিজের প্রোফাইল দেখা যাবে। অ্যাকাউন্ট না থাকলে নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। এরপরই যাবতীয় কনটেন্ট ফিডে দেখা যাবে।

এরপর ওই উইন্ডোতে একটা প্লাস (+) চিহ্ন দেখা যাবে। সেখানে ক্লিক করলে একটি পপ আপ উইন্ডো খুলে যাবে। সেখানে পছন্দমতো ছবি ড্র্যাগ করে এনে ফেলা যাবে অথবা নিজের কম্পিউটার থেকে পছন্দমতো ছবি সিলেক্ট করতে হবে। এরপর প্রতিটি ছবি নিজের পছন্দমতো এডিট করা যেতে পারে।

প্রয়োজন হলে ফিল্টার প্রয়োগ করা যেতে পারে এরপর ক্যাপশন, হ্যাশট্যাগ দিয়ে ছবি বা ভিডিও আপলোড করা যেতে পারে। আপলোড সম্পন্ন হলে ফিডে ছবি বা ভিডিও দেখা যাবে।