Published : Friday, 29 October, 2021 at 12:00 AM, Update: 29.10.2021 1:42:41 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় রাস্তা পাড়াপাড়ের সময় সুলতান নামে ১০ বছর বয়সি এক
শিক্ষার্থী বেপরোয়া সিএনজি অটোরিকশারর চাপায় নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায়
কুমিল্লা শহরের শাসনগাছা-বুড়িচং সড়কের মাহাজন বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান শাসনগাছা মৌলভীবাড়ির আব্দুর রউফের ছেলে। সে শাসনগাছা ফোরকানিয়া
হাফেজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ছিলো।
স্থানীয়রা জানায়
দীর্ঘদিন ধরেই এলাকাবাসী সড়কের এই স্থানটিতে স্পিড ব্রেকার নির্মাণের দাবি
জানিয়ে আসছিলো। এখানে স্পিড ব্রেকার না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এদিকে
সিএনজি চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবরে উত্তেজিত এলাকাবাসী ও মাদ্রাসা
শিক্ষার্থীরা মাদ্রাসার সামনের সড়কে সড়কটি অবরোধ করে রাখে। এতে সড়কের দুই
দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তারা দ্রুত এখানে স্পিড ব্রেকার নির্মাণের
দাবি জানান।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
আনোয়ারুল আজিম জানান, সড়কে দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে
এবিষয়ে থানায় কোন মামলা করতে রাজি হয়নি নিহতের পরিবার ও স্বজনরা।