ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইকবাল-দুই খাদেমসহ চারজনের আরও রিমান্ড চাইবে পুলিশ
Published : Friday, 29 October, 2021 at 12:00 AM, Update: 29.10.2021 1:42:49 AM
ইকবাল-দুই খাদেমসহ চারজনের আরও রিমান্ড চাইবে পুলিশমাসুদ আলম।। কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালসহ চারজনকে জিজ্ঞাবাদের জন্য আরও সাতদিনের রিমান্ডের আবেদন করবে পুলিশ। পুলিশের দায়ের করা কোরআন অবমাননার মামলায় রিমান্ড আবেদনের জন্য শুক্রবার (২৯ অক্টোবর) ১১টায় তাদেরকে আদালতে হাজির করা হবে।
এর আগে গত শনিবার (২৩ অক্টোবর) এই মামলায় ইকবালসহ চারজনকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান বলেন, অভিযুক্ত ইকবালসহ চার আসামীকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তারা মুখ খুলতে শুরু করেছে। আগামীকাল শুক্রবার সাতদিনের রিমান্ড শেষ হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামীদের কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে আরও সাতদিনের রিমান্ডের আবেদন করবো।   
প্রধান অভিযুক্ত ইকবালসহ কোরআর অবমাননা মামলার অন্যান্য আসামীরা হলেন, মণ্ডপে কোরআন পাওয়ার তথ্য ৯৯৯-এ কল করে জানানো ইকরাম হোসেন এবং নগরীর শাহ আবদুল্লাহ গাজীপুরি (রা.)-এর মাজারের সহকারী খাদেম হুমায়ুন আহমেদ ও ফয়সাল আহমেদ।
এর আগে পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা প্রধান অভিযুক্ত ইকবালকে কক্সবাজার সৈকত থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। এরপর শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে তাকে কক্সবাজার থেকে কুমিল্লায় আনা হয়। পরবর্তীতে শনিবার তাকেসহ অভিযুক্ত চার আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার প্রত্যেক আসামীর সাতদিনের করে রিমান্ড মঞ্জুর করে। ইকবাল হোসেন কুমিল্লা নগরীর পার্শ্ববর্তী একটি মসজিদ থেকে পবিত্র কোরআন শরীফ সংগ্রহ করে নানুয়ার দিঘির পাড় পূজামণ্ডপে রাখেন। বিষয়টি সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ও গোয়েন্দা সংস্থা নিশ্চিত হয়।