ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যুগ্ম সচিব হলেন কুমিল্লার সাবেক জেলা প্রশাসক আবুল ফজল মীর
Published : Saturday, 30 October, 2021 at 12:00 AM, Update: 30.10.2021 12:49:42 AM
যুগ্ম সচিব হলেন কুমিল্লার সাবেক জেলা প্রশাসক আবুল ফজল মীরনিজস্ব প্রতিবেদক: উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন কুমিল্লার সাবেক জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। শুক্রবার এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আবুল ফজল মীর জননিরাপত্তা বিভাগের উপসচিব পদে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কুমিল্লার জেলার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা গেছে, সরকার ২১৩ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে। উপসচিব থেকে যুগ্ম সচিব পদে তাদের পদোন্নতি দিয়ে শুক্রবার (২৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খোন্দকারের সই করা দু’টি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
এর মধ্যে ১০ জন বিদেশে বিভিন্ন হাই কমিশনে কর্মরত আছেন। বাকি ২০৩ জন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত আছেন।
বিধি অনুযায়ী পদোন্নতি দিয়ে কর্মরত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত এই যুগ্ম সচিবদের পদায়ন করা হয়নি। এ নিয়ে প্রশাসনে মোট যুগ্ম সচিবের সংখ্যা দাঁড়ালো ৮০৩ জন।