ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আফজল খানের সুস্থতায় দোয়া কামনা
Published : Saturday, 30 October, 2021 at 12:00 AM, Update: 30.10.2021 12:49:47 AM
আফজল খানের সুস্থতায় দোয়া কামনানিজস্ব প্রতিবেদক: অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন কুমিল্লার গণমানুষের নেতা ও বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ আফজল খানের সুস্থতার জন্য কুমিল্লাবাসী ও স্বজনদের কাছে দোয়া চেয়েছেন তাঁর মেয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।
তিনি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, আমার আব্বা ভালো নাই।  আজকে (শুক্রবার) পবিত্র জুমার দিনে আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আব্বার জন্য। আব্বাকে যেন আল্লাহ সুস্থ করে দেয় আপনারা বেশি বেশি দোয়া করবেন।
গুরুতর অসুস্থ অধ্যক্ষ আফজল খানকে গত  বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আফজল খান জ্বরে আক্রান্ত এবং তার অক্সিজেন সেচ্যুরেশন অনেক কম থাকায় তাকে ঢাকায় নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
কুমিল্লা জেলা ১৪ দলের সমন্বয়ক ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আফজল খান গত বুধবার অসুস্থ হলে তাকে কুমিল্লা শহরের বাদুরতলাস্থ সিডি প্যাথ হাসপাতালের আইসিইউতে আনা হয়। সেখানে রাখার পর চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এরপর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে কুমিল্লা ঈদগাহ মাঠ থেকে ঢাকায় নেওয়া হয়।
চিকিৎসক ডা. তৃপ্তিষ চন্দ্র ঘোষ জানান, আফজল খান জ্বরে আক্রান্ত। তার অক্সিজেন সেচ্যুরেশন কম। আর হাসপাতালের আইসিইউতে অনেক দর্শনার্থী ভড়ি করছে। সে কারণে তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
আফজল খানের ছেলে এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান জানান, তার পিতাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হবে। এর আগে একবার তিনি হৃদরোগে আক্রান্ত হলে সেখানে নেওয়া হয়েছিল।
কুমিল্লা ঈদগাহ মাঠে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার সময় আফজল খানের মেয়ে সংসদ সদস্য আন্জুম সুলতানা সীমা, তিন ছেলে ইমরান খান, নোমান খান, আরমান খান উপস্থিত ছিলেন। ইমরান খান ও নোমান খান এয়ার অ্যাম্বুলেন্সে করে সাথে যান। এ সময় ঈদগাহ মাঠে প্রচুর নেতাকর্মী ভীড় করে।
এর আগে গত সেপ্টেম্বর মাসে তিনি হৃদরোগে আক্রান্ত হন। সে সময়ও সিডি প্যাথ হাসপাতাল থেকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা আফজল খানের চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসার খরচ বহন করেন। আফজল খানের পরিবারের অন্যান্য সদস্যরা তার দ্রুত রোগ মুক্তির জন্য কুমিল্লা বাসীর দোয়া চেয়েছেন।