ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বড় স্ক্রিনের জন্য অ্যান্ড্রয়েড ১২এল নিয়ে এলো গুগল
Published : Saturday, 30 October, 2021 at 2:26 PM
বড় স্ক্রিনের জন্য অ্যান্ড্রয়েড ১২এল নিয়ে এলো গুগল অক্টোবরের শুরুতেই স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ভার্সন নিয়ে এসেছিল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। তবে তা শুধু স্মার্টফোনেই ব্যবহার করা যেত। তাই এবার ট্যাবসহ বড় স্ক্রিনের ডিভাইসগুলোর জন্য অ্যান্ড্রয়েড ১২এল উন্মোচন করেছে গুগল।

অ্যান্ড্রয়েড ডেভেলপার সামিটে নতুন ফিচার হিসেবে এ ভার্সন উন্মোচনের ঘোষণা দেয় গুগল। বড় ডিসপ্লের ট্যাবলেট, ফোল্ডেবল এবং ক্রোম অপারেটিং সিস্টেমের ডিভাইসের জন্য উন্নত ইউজার ইন্টারফেস নিয়ে অ্যান্ড্রয়েড ১২এল উন্মোচন করা হয়েছে।

গুগল জানায়, ৬০০এসপির বেশি বড় আকৃতির ডিভাইসে সহজে ও আরামদায়কভাবে ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ভার্সনের ইউআইতে পরিবর্তন আনা হয়েছে। এর ইউজাররা নোটিফিকেশন শেড, লক স্ক্রিন এবং অন্যান্য সিস্টেম পেজগুলোর জন্য টু-কলাম লেআউট দেখতে পাবেন। এড়ড়মষব-এর ব্লগ পোস্ট অনুযায়ী, আগামী বছর এই অপারেটিং সিস্টেমটি মুক্তি পাবে। আপাতত সংস্থাটি নতুন আপডেট আনতে ঙঊগ পার্টনারদের সঙ্গে কাজ চালিয়ে যাবে।

এই লেআউট অ্যাক্সেস ছাড়াও, অ্যান্ড্রয়েড ১২এল একটি নতুন টাস্কবার আনবে। যা ইউজারদের পছন্দের অ্যাপগুলোতে সহজে স্যুইচ করার সুবিধা দেবে এবং স্প্লিট-স্ক্রিন মোডকে আরও মজাদার করে তুলবে। শুধু তাই নয়, এই ওএস আরও ভালো লেটারবক্সিং এক্সপিরিয়েন্স প্রদান করবে এবং অ্যাপগুলোকে ডিফল্টরূপে দেখতে সহায়তা করবে বলে দাবি করছে গুগল।

সূত্র: দ্য ভার্জ