স্টাফ রিপোর্টার।। কুমিল্লায় সহিংসতার সময় ইটের আঘাতে নিহত দিলীপ কুমার দাস (৫৮) হত্যা মামলার আসামী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে কুমিল্লার শহরের কান্দিরপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম কুমিল্লার দেবীদ্বার উপজেলার এগারো গ্রামের ইব্রাহিম ব্যাপারী।
গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের পূবালী চত্বর থেকে মিছিল নিয়ে রাজগঞ্জ যাওয়ার সময় মনোহরপুরের রাজরাজেশ্বরী কালিবাড়ি মন্দিরে ইট নিক্ষেপ করা হয়। এ ইটের আঘাতে মাথায় জখম হয়ে গুরুতর আহত হন কুমিল্লা শহরের কোতোয়ালি থানা ফটকের উল্টোদিকে পানপট্টি এলাকার বিষু লালদাসের ছেলে দিলীপ দাস। গত ২১ অক্টোবর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ১৩ অক্টোবর হামলার সময় তিনি মনোহরপুর এলাকার রাজ রাজেশ্বরী কালীবাড়ি মন্দিরের ফটক বন্ধ করতে গেলে এ ঘটনা ঘটে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আনওয়ারুল আজিম জানান, সিসি ভিডিও ফুটেজে দেখা যায় মিছিলটি মনোহরপুর দিয়ে যাওয়া সময় গ্রেপ্তারকৃত সাইফুলের হাতে ইট ছিল। তাকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ মামলায় আরো ৩ জনকে গ্রেপ্তার করা হয়।