কুয়েতের বিপক্ষে লড়াই করে ১-০ গোলে হারের পর অনূর্ধ্ব-২৩ দল নিয়ে আশাবাদী হয়েছিল ফুটবলমোদীরা। তবে শনিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৬-০ গোলের বড় ব্যবধানে হারের পর আরেকবার পরিস্কার হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফুটবলের অবস্থান।
ফিফা র্যাংকিংয়ে দুই দেশের ব্যবধান ১০৩; বাংলাদেশ ১৮৭, উজবেকিস্তান ৮৪তম। শনিবার বিকেলে দুই দেশের যুব দলের মাঠের লড়াইয়ে সেই পার্থক্যই ফুটে উঠেছে।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ের মধ্যেই বাংলাদেশের জালে চারবার বল পাঠিয়ে ম্যাচটির ভাগ্য নির্ধারণ করে দেয়। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক উজবেকিস্তান।
প্রীতি ম্যাচ বলে এই ম্যাচের কোন কিছুই বিবেচনায় আসছে না। তাই বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্ব টপকাতে পারবে কি না সে সম্ভাবনা এখনই শেষ হয়ে যায়নি।
সৌদি আরবের বিপক্ষে ম্যাচের পরই বোঝা যাবে কি আছে মারুফুল হকের দলের ভাগ্যে। শেষ ম্যাচ ২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে।