দেড় কোটি টাকার বিদেশি মুদ্রাসহ গ্রেফতার দুজন রিমান্ডে
Published : Sunday, 31 October, 2021 at 12:00 AM
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৪০ লাখ টাকার সমান সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে গ্রেফতার দুই যাত্রীর প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলো-ব্রাহ্মণবাড়িয়ার জুয়েল (৩৬) এবং কুমিল্লার গোলাম রব্বানী (৪৬)।
শনিবার (৩০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
এদিন বিমানবন্দর থানার মামলার তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম আসামিদেরকে আদালতে হাজির করে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কর্তৃক আসামির একদিন করে রিমান্ডের আদেশ দেন।
এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) সকালে সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে এই দুজন বহির্গমন যাত্রীকে গ্রেফতার করে বিমানবন্দর আর্মড পুলিশ। বাংলাদেশি মুদ্রার ১ কোটি ৪০ লাখ টাকার সমান সৌদি রিয়াল নিয়ে বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন তারা। উড়োজাহাজ থেকে এসব টাকাসহ লাগেজ নামিয়ে জব্দ করে পুলিশ।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল বলেন,তারা লাগেজগুলো বুকিং দিয়ে ফ্লাইটে উঠার অপেক্ষা করছিলেন। উড়োজাহাজ থেকে তাদের লাগেজ তল্লাশি করে এসব মুদ্রা পাওয়া যায়। লাগেজের নিচের অংশে এগুলো লুকিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দুবাইয়ে এসব মুদ্রা পাচারের উদ্দেশ্য ছিল তাদের। এই দুজন নিয়মিত ভ্রমণ করেন। প্রতি সপ্তাহে তারা দুবাইয়ে যাতায়াত করেন। সোনা চোরাচালানের উদ্দেশে এসব মুদ্রা ব্যবহার করা হতে পারে বলে আমরা ধারণা করছি।’