মিশরকে ৩৬ লাখ করোনা প্রতিরোধী ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মিশর এ টিকা গ্রহণ করেছে। নাগরিকদের ব্যাপকভিত্তিতে টিকার আওতায় আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী ডা. খালেদ আবদেল গাফফার। রোববার (৩১ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডা. খালেদ আবদেল গাফফার বলেন, মিশর এখন পর্যন্ত ৮২ লাখ ফাইজারের টিকা পেয়েছে। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ মেগাহেদ বলেন, টিকার এবারের চালানটি মিশরের মেডিসিন কর্তৃপক্ষ বিশ্লেষণ করবে। তারপর এগুলো দেশব্যাপী টিকা কেন্দ্রগুলোতে পাঠানো হবে।
মন্ত্রণালয়টির একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত আফ্রিকার এ দেশটিতে প্রায় আড়াই কোটি নাগরিক টিকা নিয়েছে। টিকা দেওয়ার কার্যক্রম সম্প্রসারণ করার নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।
কায়রোতে মার্কিন দূতাবাস জানায়, আমেরিকান জনগণ ও সরকার মহামারি মোকাবিলায় মিশরের সঙ্গে কাজ করছে।
এর আগে মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি প্রকাশ করেন, তার দেশ রাষ্ট্রীয় মালিকানাধীন কারখানায় আমেরিকান একটি কোম্পানির টিকা উৎপাদন করবে। এ জন্য তারা একটি চুক্তির কাছাকাছি রয়েছেন।