আগামী ১০ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হল খুলে দেওয়া হবে। রোববার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সব আবাসিক হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হল এখনো বন্ধই থাকছে।
হলে ওঠার ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই কমপক্ষে ১ ডোজ করোনার ভ্যাকসিন গ্রহণ করতে হবে।
এদিকে করোনা পরিস্থিতির কারণে গত দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় গত ১৪ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ সীমিত আকারে খুলে দেওয়া হয়। সেই সেঙ্গ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলতে শুরু করেছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের শর্ত অনুযায়ী, করোনা টিকার অন্তত একটি ডোজ নেওয়া শিক্ষার্থীরা আবাসিক হলে উঠতে পারবে। সেটি বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালগুলোর আবাসিক হল খুলে দেওয়া হচ্ছে।