ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শেখ মুজিব জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না--এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন
Published : Monday, 1 November, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক দু’বারের সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। বাংলাদেশ নামে এ দেশ সৃষ্টি হতো না। আবার তিনি জাতির পিতা হতে পারতেন না, যদি শেখ ফজিলাতুন্নেছা মুজিব তার পাশে না থাকতেন। যা কিছু দেশের জন্য কল্যাণকর তা করে গেছেন বঙ্গবন্ধু। কিন্তু জিয়াউর রহমান তা গলা টিপে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিতে চেষ্টা করেছে।
আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি রোববার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ বাজার মাঠে ছালিয়াকান্দি, দারোরা ও জাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন।
জাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান একেএম সফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আহম্মেদ নাহিদের উপস্থাপনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ছালিয়াকান্দি ইউপি চেয়ারম্যান আবু মুছা সরকার, দারোরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, দারোরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম আয়নল, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, ছালিয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মানিক সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খাইরুল ইসলাম, মৎস্যজীবী লীগের কেন্দ্রিয় সদস্য রাজিব মুন্সী, ছালিয়াকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক হাফিজ খান, জাহাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আদনান, দারোরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ ও ছালিয়াকান্দি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান নিশো।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি আরো বলেন, সামাজিক নিরাপত্তায় এমনভাবে বলয় সৃষ্টি করেছেন যা আজ সারাবিশ্বে দৃষ্টি কেড়েছে। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করছেন এবং বাংলাদেশের সকল অসহায়, গরিব মানুষের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা দিয়ে যাচ্ছেন। স্কুলের ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান করে যাচ্ছেন। বাংলাদেশের সকল স্তরের মানুষের অর্থনৈতিক মুক্তি দেয়ার জন্য শেখ হাসিনাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।
তারপরেও শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেছেন জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ, জামায়াত-শিবির প্রেতাত্মা গোষ্ঠী। সর্বশেষ তারেক রহমানের নির্দেশে ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করা হয়। আওয়ামী লীগের নেতা-কর্মীরা মানবঢাল তৈরি করে সেদিন শেখ হাসিনাকে রক্ষা করেছে।